shrestonews
ঢাকাআজ: বুধবার,১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে ফুটবল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
জানুয়ারি ২২, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ণ । ১২৫ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলে তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহিদ মারুফ স্টেডিয়াম জেলা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, টাঙ্গাইল ফুটবল ফেডারেশনের সভাপতি আলী ইমাম তপন, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। কালিহাতী বালক দলকে ২-০ গোলে হারিয়ে দেলদুয়ার বিজয়ী ও ১-৩ গোলে কালিহাতী বালিকা দলকে হারিয়ে দেলদুয়ার বিজয়ী হয়।

ঘাটাইল উপজেলা বালক দলকে ১-০ গোলে হারিয়ে টাঙ্গাইল পৌরসভা বিজয়ী ও ১-০ গোলে টাঙ্গাইল পৌরসভা বালিকা দলকে হারিয়ে ঘাটাইল উপজেলা বিজয়ী হয়। টাঙ্গাইল সদর উপজেলা বালক দল ১-০ গোলে ধনবাড়ীকে পরাজিত করে ও ১-৩ গোলের টাঙ্গাইল সদর বালিকা দলকে হারিয়ে ধনবাড়ী উপজেলা বিজয়ী হয়।