shrestonews
ঢাকাআজ: মঙ্গলবার,১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে সেরাকণ্ঠ ফাইনাল রাউন্ড প্রতিযোগিতা শুরু

জয়পুরহাট প্রতিনিধি
জানুয়ারি ২১, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ণ । ৩২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারুণ্যের উৎসবে জয়পুরহাটে সেরাকণ্ঠ ফাইনাল রাউন্ড প্রতিযোগিতা শুরু হয়েছে। ‘গানে গানে সুরে সুরে, আওয়াজ তোলো প্রাণে প্রাণে’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় শহরের সার্কিট হাউজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

এতে বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতারের শিল্পীরা।

ফাইনাল রাউন্ডে জেলার ৫টি উপজেলা থেকে বাছাইকৃত ৫৫ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এর মধ্যে ১০ জন যাবেন গ্রান্ড ফাইনাল রাউন্ডে। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে গ্রান্ড ফাইনাল। ফাইনালে জাতীয় পর্যায়ের বিচারকরা উপস্থিত থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি নিয়ামুর রহমান নিবিরসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ।

জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী জানান, জয়পুরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভা রয়েছে যারা সুযোগের অভাবে তাদের প্রতিভা প্রকাশ করার সুযোগ পাননা। এজন্য জেলার ৩২টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভা খুজে বের করে আনার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।