shrestonews
ঢাকাআজ: মঙ্গলবার,১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগেরহাটে দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ

বাগেরহাট অফিস
জানুয়ারি ২১, ২০২৫ ১২:০৯ পূর্বাহ্ণ । ৪৬ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট পেসক্লাবের আয়োজনে দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে দুই শতাধিক দুস্থ ও অসহায়দের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসহায়দের হাতে কম্বল তুলে দেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

এ সময় বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সাবেক সভাপতি আহসানুল করিম, আহাদ উদ্দিন হায়দার, সাবেক সাধারন সম্পাদক বিষ্ণু প্রসাদ চক্রবর্তী, সহ-সভাপতি এস এম রাজ, সহ-সাধারণ সম্পাদক হেদায়েত হেসেন লিটন, সাংবাদিক নকিব সিরাজুল হক, ইয়ামিন আলী, মোল্লা মাসুদুল হক, এসএম শামসুর রহমান, ফকির হাসান আলী, আবু সাঈদ, নিয়ামুল হাদী রানা, আরিফুল ইসলাম, আব্দুল্লাহ আল ইমরান, সৈয়দ শওকত হোসেন, সোহেল রানা বাবুল, সোহাগ হাওলাদারসহ বাগেরহাট প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় বাগেরহাটে কর্মরত পত্রিকার হকারসহ মোট ২১০ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে এ কম্বল বিতরণ করা হয়।