shrestonews
ঢাকাআজ: মঙ্গলবার,১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মেডিকেলে ভর্তি, কোটায় উত্তীর্ণদের ফল স্থগিত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ । ৪২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী কোটায় পাস করা ১৯৩ জন শিক্ষার্থীর ফলাফল ২৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। কোটায় পাস করা ১৯৩ জনের যাচাই-বাছাই ২৯ জানুয়ারির মধ্যে, সে পর্যন্ত তাদের ভর্তি প্রক্রিয়া স্থগিত থাকবে বলে জানিয়েছে অধিদফতর।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান। তিনি জানান, কোটা থাকবে কিনা, সেই সিদ্ধান্ত নেবে রাষ্ট্র, স্বাস্থ্য মন্ত্রণালয় নয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতর জানিয়েছে, ২৯ জানুয়ারির মধ্যে কোটায় পাস করা শিক্ষার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। সে জন্য তাদের কাগজপত্র অনলাইনে চাওয়া হয়েছে। ই-মেইলে পাঠাতে হবে তথ্য। এরপর নেয়া হবে সাক্ষাতকার। এরপর প্রকাশ করা হবে চূড়ান্ত ফল।

এর আগে, সোমবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়। সমাবেশে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল আজকের মধ্যে বাতিলের দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি, মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ফল পুনরায় প্রকাশের দাবি করেন তারা।

উল্লেখ্য, এবারে এমবিবিএস ভর্তি পরীক্ষায় আসন ৫ হাজার ৩৮০টি। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় বরাদ্দ ২৬৯ আসন। তবে ৪০ নম্বর পেয়ে পাস করেছে ১৯৩ জন।

চলতি বছর ভর্তি পরীক্ষার পাস নম্বর ছিল ৪০। অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ।