shrestonews
ঢাকাআজ: শুক্রবার,১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য

শরণখোলায় কর ও সেবা মেলা অনুষ্ঠিত

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
জানুয়ারি ২০, ২০২৫ ৭:৫৬ অপরাহ্ণ । ৪৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

”কর দিন,সেবা নিন স্মার্ট ইউনিয়ন গড়ার সুযোগ দিন” এই প্রতিপাদ্যে বাগেরহাটের শরণখোলায় কর ও সেবা মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার ধানসাগর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ইভলভ প্রকল্প,(সিএনআরএস) এর সহযোগীতায় ইউনিয়ন পরিষদ চত্তরে এ মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হোসেন টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল ফয়সাল। বিশেষ অতিথি ছিলেন,ইভলভ প্রকল্প (সিএনআরএস) এর প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ ঘোষ প্রমুখ। মেলায় সেবামূলক ৭টি স্টলে সেবাগ্রহীতাদের বিভিন্ন সেবা প্রদান করা হয়। এবং কর ও সেবা সম্পর্কে সচেতন করতে শিক্ষামূলক মঞ্চনাটক ও পড গানের আয়োজন করা হয়।