shrestonews
ঢাকাআজ: শুক্রবার,১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য

পাবনায় মোটরসাইকেল- ইঞ্জিনচালিত অটো মুখোমুখি সংঘর্ষে-২

পাবনা প্রতিনিধি 
জানুয়ারি ২০, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ । ৩৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার সাঁথিয়া-বেড়ার কাশিনাথপুরে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত অটো মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা অন্যজনের পরিচয় জানা যায়নি। ।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে  কাশিনাথপুর ফুলবাগান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী পাবনার আমিনপুর থানাধীন  বসন্তপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে জামিল হোসেন (২৫)। 

জানা যায়, সোমবার দুপুরে পাবনার কাশিনাথপুর ফুলবাগান মোড়ে একটি ইঞ্জিনচালিত অটোর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে পাবনা হাসপাতালে নেওয়ার সময় মোটরসাইকেল আরোহী জামিল (২৫) নিহত হন। অজ্ঞাত অপরজনও পাবনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনায় জড়িত ইঞ্জিনচালিত অটো জব্দ ও চালককে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।