shrestonews
ঢাকাআজ: বৃহস্পতিবার,৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সীমান্তে উত্তেজনা, থেমে থেমে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৮, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ । ৩৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে উপজেলার কালিগঞ্জ সীমান্তে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। থেমে থেমে সংঘর্ষের ঘটনাও ঘটছে।

জানা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা হঠাৎ করেই তারকাটার বেড়ার পাশে ৫০০ থেকে ৬০০ ভারতীয় সাধারণ মানুষকে জড়ো করে।

এ সময় তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়লে বাংলাদেশী নাগরিকরা খবর পায়। পরে স্থানীয় বাসিন্দারা ভারতীয়দের ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ভারতীয় নাগরিকরা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায় বলেও স্থানীয়রা জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সীমান্তে থেমে থেমে সংঘর্ষ চলছে।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। পরে বিস্তারিত জানাচ্ছি।