shrestonews
ঢাকাআজ: বৃহস্পতিবার,৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগেরহাটে বসুন্ধরা সিমেন্ট এনডিএফ বিডি বিতর্ক উৎসব শুরু (ভিডিও)

বাগেরহাট অফিস
জানুয়ারি ১৭, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ । ৫৫ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘যুক্তির আলোয়  মুক্তির জয় গান’ স্লোগানে’ বাগেরহাটে প্রথমবারের মতো বসুন্ধরা সিমেন্ট এনডিএফ বিডি বাগেরহাট জেলা বিতর্ক উৎসব ২০২৫ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে জেলা পরিষদ অডিটরিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার আয়োজনে আনুষ্ঠানিক ভাবে এই উৎসব শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।

অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। দিনব্যাপী এ বিতর্ক উৎসবে ছিলো, জনপ্রিয় শিশু বিতর্ক প্রদর্শনী, সংসদীয় বিতর্ক, পেশাজীবী বিতর্ক, প্লানচেট বিতর্ক প্রদর্শনী, সনাতনী বিতর্ক, বারোয়ারী বিতর্ক, পাবলিক স্পিকিং  ও কুইজ প্রতিযোগিতা। এছাড়া গুরুত্বপূর্ণ দুটি কর্মশালার মধ্যে ছিলো ইংলিশ ডিবেট ওয়ার্কশপ এবং সনাতনী  বিতর্ক কর্মশালা। এ বিতর্ক উৎসবে অংশ গ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থী ও শিক্ষকরা।

আয়োজকরা জানান, বাগেরহাটের শিক্ষার্থীদের মধ্যে কুসংস্কার দূর করতে এবং তাদের যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এনডিএফ বিডি বাগেরহাট জেলায় এ উৎসবের আয়োজন করে। যা সকল শ্রেনী পেশার মানুষের মিলন মেলার পরিনত হয়।

 উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ,কে,এম শোয়েব, ন্যাশনাল ডিবেট ফেডারেশন  বাংলাদেশ এর মহাপরিচালক  লায়ন এম  আলমগীর, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম প্রমুখ। দিনব্যাপি এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।