shrestonews
ঢাকাআজ: বুধবার,৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবপুরে শিক্ষকদের সাব ক্লাস্টার প্রশিক্ষণ শুরু

হবিগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৬, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ । ৯৮ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে আবারও শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাব ক্লাস্টার প্রশিক্ষণ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলার জগদীশ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে ৪টি স্কুলের ৩০ জন শিক্ষক নিয়ে পরিচালিত উক্ত প্রশিক্ষণের পরিচালনায় ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবির হুসেন। সহযোগিতায় ছিলেন সুরমা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নয়ন চৌধুরী। এ বিষয়ে সুরমা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নয়ন চৌধুরী বলেন, এই প্রশিক্ষণ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ফলপ্রসূ বিবেচিত হবে বলে মনে করি। প্রশিক্ষণার্থী শিক্ষকরা প্রশিক্ষণটি নিয়মিত চালু রাখার দাবি জানান।