shrestonews
ঢাকাআজ: শুক্রবার,১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পাহাড়ি শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের জলকামান-সাউন্ড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৬, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ণ । ৮৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে বুধবার (১৬ জানুয়ারি) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংক্ষুব্ধ ছাত্র-জনতা। সেখান থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে যাত্রা করে তারা।

বিক্ষোভ মিছিলটি সচিবালয়ের সামনে গেলে বিক্ষোভকারীদের বাঁধা দেয় পুলিশ। এতে প্রথমে হাতাহাতি ও পরে তা সংঘর্ষে রূপ নেয়। বিক্ষোভকারীরা অভিযোগ, হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেয়নি এবং হামলাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি। আদিবাসী সম্প্রদায়ের ওপর নিপীড়ন ও বৈষম্য বন্ধ করতে হবে এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সরকারের সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আমরা তাদের বলেছিলাম, এভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়া যাবে না। আপনাদের কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে যেতে পারেন। কিন্ত তারা রাজি না হয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। তখন পুলিশ জলকামান নিক্ষেপ করে।

এদিকে পাহাড়িদের ওপর হামলার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। উল্লেখ্য, পাঠ্যপুস্তকের ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্র অন্তর্ভুক্ত করার সঙ্গে জড়িতদের শাস্তিসহ পাঁচ দফা দাবিতে বুধবার (১৬ জানুয়ারি) সকালে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবন ঘেরাও করে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের একটি সংগঠন। একই সময়ে ‘সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র-জনতা’র গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিবির সামনে কর্মসূচি পালন করতে যান।

এসময় ‘সংক্ষুব্ধ পাহাড়ি ছাত্র-জনতা’র ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র নেতাকর্মীরা হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা নামের এক শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য।