shrestonews
ঢাকাআজ: শুক্রবার,১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে শিশুসহ ৩৮ রোহিঙ্গা

চট্টগ্রাম ব্যুরো
জানুয়ারি ১৬, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ । ৩৪ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শোভন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মাছ ধরার ট্রলারে করে উপকূলে অনুপ্রবেশকালে শিশুসহ ৩৮ রোহিঙ্গাকে আটক করা হয়। এরমধ্যে ৩০ শিশু ও ৮ নারী রয়েছে।

তারা মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, অনুপ্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

এর আগে গত ৫ জানুয়ারি মেরিন ড্রাইভের টেকনাফের মুন্ডারডেইল ঘাটে একটি ট্রলারে করে আসা নারী-শিশুসহ ৩৬ জন রোহিঙ্গাকে আটক করেছিল বিজিবি।