shrestonews
ঢাকাআজ: বুধবার,৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবপুরে দুই মাদক কারবারি গ্রেপ্তার

ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ
জানুয়ারি ১৫, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ । ৮৮ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের মাধবপুরে আমদানি নিষিদ্ধ ২০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল বেলা গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ডিবি ওসি নন্দন কান্তি ধর জানান, মঙ্গলবার বিকাল পৌনে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সাদ্দাম হোসেন আরিফ ও এএসআই মোহাম্মাদ আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে মাধবপুর থানাধীন বেজুড়া গ্রামস্থ যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে’র উপর থেকে মোটরসাইকেল ও দেহ তল্লাশি করে বিশ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল ও মাদক বহনে ব্যবহৃত ১১০সিসি, ঢাকা মেট্রো-হ -৬২- ৪৫২৮ চেসিং নং PS 62BF43, M6K42463, ইঞ্জিন নং FF 4 Gk1602737, মোটরসাইকেলসহ মোঃ শাহ আলম খান সুমন (৪৮), মোঃ অনিক ভূইয়া (২৯) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

এসময় দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের ভিতরে উরুতে কস্টিং টেপ দ্বারা মোড়ানো ৪ বোতল ভারতীয় ফেনসিডিল এবং মোটরসাইকেলে’র সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো আরো ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী জেলা বেলাবো থানাধীন লাকপুর গ্রামের মৃত আব্দুল বাছেদ খানে’র ছেলে মো: শাহ আলম খান সুমন, আনোয়ার হোসেন ভূইয়ার ছেলে মোঃ অনিক ভুইয়া(২৯)।