shrestonews
ঢাকাআজ: মঙ্গলবার,৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন না করার দাবিতে মানববন্ধন

আজিজুল হক সরকার,ফুলবাড়ী (দিনাজপুর)
জানুয়ারি ১৪, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ । ৮৪ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ফুলবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন না করার দাবী এবং গ্রাহক হয়রানী ও অনিয়মের প্রতিবাদসহ প্রিপেইড মিটারের প্রকল্প বাতিলের দাবিতে মানব বন্ধন, প্রতিবাদ সভা ও ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় পৌর শহরের দিনাজপুর – গোবিন্দগঞ্জ মহাসড়কের নিমতলামোড় বিদুৎ ব্যবহারকারী সাধারণ জনগণের হয়ে ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় দোকান কর্মচারী শ্রমিক ইউনয়নের সভাপতি হামিদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন তেল গ্যাস খনিজ সম্পদ বিদুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটি ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল,সাবেক কাউন্সিলর আবুল বাসার, সাবেক প্যানেল মেয়র নুরুজ্জামান জামান, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, বাংলাদেশের বিপ্লবী কমিনিষ্ট লীগ উপজেলা শাখার সম্পাদক সনজিত প্রসাদ জিতু, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, ফুলবাড়ী বার্তার সম্পাদক ও প্রকাশক তাজমিলুর রহমান নয়ন, নূরনবী সরকার,ফাতাহা,মনতাজ,টুটুল সরকার প্রমুখ।

এ সময় বক্তারা ক্ষিপ্ততা প্রকাশ করে বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকার দেশের বিদ্যুৎ খাতকে দুর্নীতিতে নিমজ্জিত করেছে। তাঁর মাফিয়া অর্থনীতি কায়েমে বিদ্যুৎ খাতকে ব্যবহার করেছেন এবং ডিমান্ড চার্জের নামে অর্থের বোঝা জনগণের কাঁধে চাপিয়েছেন। এ কারণে বিগত সরকারের পাস করা সব গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে। তারা বলেন, এই প্রিপেইড মিটার স্থাপন করা হলে আমরা গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়ব। তাই আমরা কোনভাবে প্রিপেইড মিটার চাইনা। আমাদের দাবি না মেনে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে এবং আগামীতে আরও কঠোর আন্দোল গড়ে তোলা হবে। এর দায় তখন ফুলবাড়ী নেসকোর আবাসিক প্রকৌশলীকে নিতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ খাতের দুর্নীতি, গ্রাহক হয়রানি-ভোগান্তি নিরসন ও বিলের সঙ্গে ডিমান্ড চার্জ বাতিলের আহবানও জানান তাঁরা।

বিষয়টি নিয়ে ফুলবাড়ীর আবাসিক প্রকৌশলী (নেসকো পিলএলসি) দেলোয়ার হোসেন বলেন, জনগণকে বুঝায়ে ফুলবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক বিদ্যুতের প্রিপেইড মিটার লাগানোর ব্যবস্থা করবো।

মানববন্ধন শেষে সেখান থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ী  উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজ।

ফুলবাড়ী  উপজেলা নির্বাহী অফিসার মীর মো.আল কামাহ তমাল বলেন, ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের ফুলবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন না করার দাবী সম্বলিত স্মারকলিপি পেয়েছি।তা যথাযথ কর্তৃপক্ষ বরাবর পাঠিয়ে দেব।