shrestonews
ঢাকাআজ: মঙ্গলবার,৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

মির্জা তুষার আহমেদ,নওগাঁ
জানুয়ারি ১৪, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ । ৩৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ জেলা প্রেস ক্লাবের ২০২৪ সালের কার্য নির্বাহী কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।  নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত নোটিশে নাছিমুল হক বুলবুল, (ডেইলি ইন্ডাস্ট্রি) আহবায়ক, আসাদুর রহমান জয় (এনটিভি/আমাদের সময়/ ইউএনবি), সদস্য সচিব, মো. আবু বকর সিদ্দিক (মাই টিভি /ভোরের কাগজ), সদস্য, এম আর ইসলাম রতন (প্রতিদিনের বাংলাদেশ/একুশে টিভি), সদস্য এবং একে সাজু (ডিবিসি নিউজ) কে সদস্য করা হয়েছে।  

নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক জানান, সম্প্রতি নওগাঁ জেলার প্রেস ক্লাবে বিভিন্ন অনিয়মহ বিতর্কিত কার্যক্রম সংঘটিত হওয়ার কারণে সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে।

এছাড়া পেশাদার বেশ কিছু সাংবাদিক প্রেস ক্লাবের বাইরে থেকে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন, এ নিয়ে প্রশাসনসহ সর্ব মহল অসন্তোষ প্রকাশ করায় সার্বিক বিষয়ে বিবেচনা করে নওগাঁ জেলা প্রেস ক্লাবের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

ইতিমধ্যে আহবায়ক কমিটি প্রেস ক্লাবের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।  আজ (মঙ্গলবার) থেকে আহ্বায়ক কমিটি প্রেস ক্লাবের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন।

সকল সদস্যবৃন্দকে নতুন আহবায়ক কমিটিকে সার্ভিস সহযোগিতা করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।