shrestonews
ঢাকাআজ: বুধবার,৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবপুরে বাংলাদেশ স্কাউটস’র কাউন্সিল সভা অনুষ্ঠিত 

হবিগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ১৩, ২০২৫ ১১:২১ অপরাহ্ণ । ১২৪ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্কাউটিং করি আদর্শ জীবন গড়ি’ এ প্রতিপাদ্যে বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জের মাধবপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টার দিকে  উপজেলা পরিষদ মিলনায়তন (স্বচ্ছতায়) কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এডহক কমিটি বাংলাদেশ স্কাউটস মাধবপুর উপজেলা শাখার আহ্বায়ক জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন মো: সিরাজুল ইসলাম মাধ্যমিক শিক্ষা অফিসার, 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তাপস গোলদার উপপরিচালক বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চল, মো: শাহজাহান কবির সাধারণ সম্পাদক জেলা স্কাউট কমিটি হবিগঞ্জ, কাজী কামাল উদ্দিন কমিশনার হবিগঞ্জ, এডভোকেট প্রমথ সরকার, উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান, এছাড়াও বক্তব্য রাখেন, মো: মুসা মিয়া সাবেক প্রধান শিক্ষক প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, এবং মো: সোলেমান মিয়া সহ: শিক্ষক মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ স্কাউটস  মাধবপুর উপজেলা কমিটি গঠন করা হয়। পদাধিকার হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম সভাপতি এবং সাধারণ সম্পাদক উদয় শংকর দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামাল উদ্দিন স্কাউট কমিশনার সোলেমান মিয়া, কোষাধ্যক্ষ মো: আব্দুল কাদির নির্বাচিত হন।

নির্বাচিতগণ অন্যান্য পদে মনোনিত করে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন। ত্রি- বার্ষিক কাউন্সিল সভায় কাব ও স্কাউট শাখার প্রধান শিক্ষক/গ্রুপ সভাপতি ও ইউনিট লিডারগণ উপস্থিত ছিলেন।