shrestonews
ঢাকাআজ: শুক্রবার,১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য

আইপিএল’র শুরুর দিনক্ষণ প্রকাশ

shrestonews
জানুয়ারি ১৩, ২০২৫ ১২:৫৪ পূর্বাহ্ণ । ৬২ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৫ সালের আইপিএল’র তারিখ জানিয়ে দিলেন বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল। আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন ফাইনাল কবে হবে।

চলতি বছরের ২১ মার্চ শুর হবে আইপিএল। আর ফাইনাল হবে ২৫ মে। ২০২৪-র আইপিএল শুরু হয়েছিল ২২ মার্চ। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। ফাইনাল হয়েছিল ২৬ মে। চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর।

রোববার (১২ জানুয়ারি) বোর্ডের মিটিংয়ের পর আইপিএলের দিন ঘোষণা করলেন রাজীব শুক্ল। তবে , এক বছরের জন্য আইপিএলে নতুন কমিশনার নিয়োগ করা হবে।

ভারতের আপাতত লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি। কবে তার দল ঘোষণা কবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। বোর্ডের পরবর্তী মিটিং ১৮ ও ১৯ জানুয়ারি। সেদিনের আলোচনার মূল বিষয় হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা। অর্থাৎ, তারপরই কোন দল দুবাইয়ে আইসিসি-র প্রতিযোগিতা খেলতে যাবে তা জানা যাবে।

আইপিএলের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে এখনো মহিলাদের প্রিমিয়ার লিগ বিস্তারিত কিছু জানানো হয়নি। সেটা নিয়ে আলোচনা চলছে।

উল্লেখ্য, আইপিএলের মহা নিলাম চলেছে দু’দিন। টানটান দর কষাকষির পর উড়েছে ৬৪০ কোটি টাকা। বিক্রি হয়েছেন ১৮২ জন প্লেয়ার। এরমধ্যে ৬২ জন বিদেশি। রেকর্ড ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে তুলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। এবার দশ দলের মহা মোকাবিলা শুরু হবে ২১ মার্চ।