shrestonews
ঢাকাআজ: মঙ্গলবার,৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

১৫৭ বলে ৩৪৬ রান, রেকর্ড ১৪ বছরের কিশোরীর

shrestonews
জানুয়ারি ১৩, ২০২৫ ১২:৪৮ পূর্বাহ্ণ । ৪৪ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বয়স মাত্র ১৪ বছর। এ বয়সেই ভারতের মহিলাদের ঘরোয়া ক্রিকেটে রেকর্ড গড়ল ইরা যাদব। এক ইনিংসে ১৫৭ বলে অপরাজিত ৩৪৬ রান করেছে। স্মৃতি মন্ধানার নজির ভেঙেছে ইরা।

অনূর্ধ্ব-১৯ উইমেন্স ওয়ান ডে ট্রফিতে মুম্বইয়ের হয়ে ওপেন করতে নেমে ৩৪৬ রান করেছে ইরা। সে-ই প্রথম মহিলা ভারতীয় ক্রিকেটার যে বয়সভিত্তিক ঘরোয়া প্রতিযোগিতায় ত্রিশতরান করেছে। এর আগে ভারতের বয়সভিত্তিক প্রতিযোগিতায় এক ইনিংসে সর্বোচ্চ রানের নজির ছিল মন্ধানার দখলে। সেই নজির ভেঙেছে ইরা।

মেঘালয়ের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাট করে ইরা। ইনিংসে ৪২টি চার ও ১৬টি ছক্কা মারে সে। তার ব্যাটে ভর করে ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৬৩ রান করে মুম্বই। ভারতের বয়সভিত্তিক প্রতিযোগিতায় একটি ম্যাচে এটি কোনও দলের করা সর্বাধিক রান।

আট বছর বয়সে ক্রিকেট শুরু ইরার। ২০২৫ সালের মহিলাদের আইপিএলের নিলামেও নাম ছিল তার। কিন্তু কোনও দল তাকে নেয়নি। এই ইনিংসের পরে হয়তো দলগুলি হাত কামড়াবে। ক্রিকেটে ইরার আদর্শ জেমাইমা রদ্রিগেস। সে একটি সাক্ষাৎকারে বলেছিল, এক জনই আমার আদর্শ। জেমাইমা রদ্রিগেস। উনি যে ভাবে গোটা দলের পরিবেশ ফুরফুরে রাখেন সেটা আমার খুব ভাল লাগে। আমার লক্ষ্য জাতীয় দলের হয়ে খেলা। দেশের হয়ে বিশ্বকাপ খেলতে চাই। সেই লক্ষ্যেই এক পা এক পা করে এগোচ্ছে ইরা।