shrestonews
ঢাকাআজ: মঙ্গলবার,৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আতঙ্ক বাড়াচ্ছে এইচএমপিভি, দেশে এক নারী আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১২, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ । ৬১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে এইচএমপি আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। এক নারীর শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি সরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

রবিবার (১২ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সূত্রে এই তথ্য জানা গেছে।

চিকিৎসকরা জানিয়েছেন সংক্রামিত নারীর শরীরে অন্যান্য জটিলতা থাকায় আইসিইউতে রাখা হয়েছে ।  করোনা মহামারির ৫ বছর পর চীনের বিভিন্ন স্থানে নতুন এই ব্যাধি ছড়িয়েছে। যার মূল লক্ষণ- শ্বাসতন্ত্রের জটিলতা। তবে বিশেষজ্ঞরা বলছেন এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোন কারণ নেই।

ভাইরোলজিষ্ট ডা. জিলানী জানান, এটা নতুন কোনো ভাইরাস নয়। শরীরে অন্যান্য জটিলতা থাকলে ঝুঁকির মাত্রা কিছুটা বাড়তে পারে। করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব।

কারো কারোর মতে, দেশে আগেও এইচএমপিভি’র অস্তিত্ব ছিলো। এখনও শিশু আর প্রবীণদের শরীরে এর অস্তিত্ব মিলতে পারে।