shrestonews
ঢাকাআজ: সোমবার,৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য

খালেদা জিয়ার স্বাস্থ্যের নতুন পরীক্ষা সোমবার

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১১, ২০২৫ ১১:৩৩ অপরাহ্ণ । ৩৮ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি আরও পর্যালোচনা করার জন্য আগামী সোমবার নতুন কিছু পরীক্ষা করা হবে। তার চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) লন্ডনে অবস্থানরত চিকিৎসক জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে এবং আগে যেসব পরীক্ষা করা হয়েছিল, সেগুলোর রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা প্রদান করা হচ্ছে। চিকিৎসকরা আরও কিছু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন এবং সেগুলো সোমবার, দুই দিনের সাপ্তাহিক ছুটির পর সম্পন্ন হবে।

৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান খালেদা জিয়া। বিমানবন্দর থেকে সরাসরি তাঁকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল ‌‘দ্য ক্লিনিক’ এ ভর্তি করা হয়, যেখানে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

তার ছেলে তারেক রহমানের পারিবারিক সহকর্মী কামাল উদ্দিন জানিয়েছেন, খালেদা জিয়া বর্তমানে পুত্রবধূ জুবাইদা রহমানের হাতে রান্না করা চিকেন স্যুপ ও ডাল খাচ্ছেন। ডায়াবেটিসের কারণে ভাত নিয়মিত খাওয়ার বিষয়ে কিছুটা সতর্ক থাকলেও, মাঝে মধ্যে অল্প পরিমাণে ভাত গ্রহণ করছেন।

তার পরিবারের সদস্যরা, বিশেষ করে তারেক রহমান, খালেদা জিয়ার সার্বিক পরিচর্যায় মনোযোগী আছেন।