shrestonews
ঢাকাআজ: সোমবার,৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য

আমাদের কোনো বিভেদ নেই

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১১, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ । ২৮ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ১৬ বছর ধরে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। আমাদের কোনো বিভেদ নেই। তবে আমাদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হয়েছে। সেটা পারবে না।

শনিবার (১১ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ  কথা বলেন।

এ সময় ফখরুল বলেন, নির্বাচন হলে দেশের সব সংকট কেটে যাবে। ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি‌। নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি। এটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই চেষ্টা করতে হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন করছি। তবে দেশের অর্থনীতির অবস্থা ভালো না, রাজনৈতিক অবস্থাও ভঙ্গুর। আমরা সংস্কার চাই না, এটা ভুল। আমরা সংস্কারও চাই, দ্রুত নির্বাচনও চাই।