shrestonews
ঢাকাআজ: রবিবার,২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য

পাবনায় মোটরসাইকেল সংঘর্ষে যুবলীগ নেতা নিহত

পাবনা প্রতিনিধি 
জানুয়ারি ১০, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ । ২৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে মুখোমুখি দুই মোটর সাইকেলের সংঘর্ষে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত তানভীর আহমেদ রুবেল বিশ্বাস (৪৫) পাকশী ইউনিয়নের যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

তিনি পাকশীর বাঘইল সরদার পাড়ার মাইন উদ্দিন বিশ্বাসের ছেলে এবং ঈশ্বরদী রেলগেটস্থ রুপসী বাংলা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শিমুল বিশ্বাসের ভাই।

নিহত তানভীর আহমেদ রুবেল বিশ্বাস শুক্রবার (১০ জানুয়ারি) দুবাগত রাত ২টায় ঈশ্বরদী রুপসী বাংলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রুবেল বিশ্বাসের ভাই শিমুল বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত ৯টায় ঈশ্বরদী-কুষ্টিয়া (আইকে) রোডের মানিকনগরস্থ সলিমপুর ডিগ্রি কলেজ সংলগ্ন হোটেল ব্লু ক্যাসটেল এর সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ ঘটে। 

এতে রুবেল ও অপর মোটরসাইকেলের দুই আরোহীসহ ৪ জন গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে রুপসী বাংলা ক্লিনিকে ভর্তি করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় রুবেল মারা যান।