গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আইএফআইসি ব্যাংকের উদ্দ্যোগে ২৫০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে আইএফআইসি ব্যাংক ভবনে থেকে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,পলাশবাড়ী আইএফআইসি ব্যাংক শাখার কাষ্টমার সার্ভিস ম্যানেজার হাবিবুললাহ সাদদাম,মার্কেটি এন্ড সেলস অফিসার নওয়াজ হোসেন প্রমুখ। ব্যাংক পরিচালনায় শাখা ব্যবস্থাপক সাজিদ রশীদ জানান, ব্যাংকের নানান কর্মসূচীর অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে শীত নিবারণের জন্য দেশব্যাপী কম্বল বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পলাশবাড়ীতে ২৫০ জনকে কম্বল প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে আগত সবাই আইএফআইসি ব্যাংকের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন এবং সমাজে বিত্তশালী অন্যান্যদের এগিয়ে আসার আহ্বান জানান।