হেরেই চলছে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস হেরেই চলছে। এই পর্যন্ত টুর্নামেন্টে ৫ ম্যাচ খেলে প্রতিটিতেই হেরেছে দলটি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেট স্টেডিয়ামে চিটাগাং কিংসের কাছে ৭ উইকেটের হার দেখেছে তারা। প্রতিপক্ষকে ১৭৮ রানের লক্ষ্য দিয়ে পঞ্চম হার নিয়ে মাঠ ছেড়েছে তারা।
ঢাকার দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে চিটাগাংয়ের শুরুটা হয় দুর্দান্ত। ওপেনিং জুটিতেই ৫৫ রান যোগ করেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও উসমান খান।
বাংলাদেশের ওপেনার ইমন ১৭ রানে ড্রেসিংরুমে ফিরলেও ফিফটি করে থেমেছেন সর্বশেষ ম্যাচে সেঞ্চুরি পাওয়া পাকিস্তানি ব্যাটার।
১৬৬.৬৬ স্ট্রাইরেটে ৫৫ রানে ইনিংসটি সাজান ৭ চার ও ৩ ছক্কায়। সতীর্থর মতো পরে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি ক্লার্কও। তার ৪ চার ও ১ ছয়ের ইনিংসটি থামে ৩৯ রানে।