shrestonews
ঢাকাআজ: শুক্রবার,১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামী মাসের মধ্যে বই পাবে সবাই

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৯, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ । ৬০ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে। এনিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে।

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এসময় প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের আমলে ১ জানুয়ারি বই উৎসব করলেও সবার হাতে যেত তিন থেকে চার মাস পর। এবার আগামী মাসের মধ্যে সবার হাতে বই পৌঁছে যাবে।

আগামী বছর থেকে জানুয়ারির ১ তারিখেই সবার হাতে বই তুলে দেয়া হবে বলেও জানান শফিকুল আলম।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আগামী সপ্তাহে সরকার সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করবে। শুধু রাজনৈতিক দলই নয়, গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ হবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রক্লেমেশনে ফ্যাসিবাদ বিরোধী সবার অবদান স্বীকার করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ঘোষণাপত্র প্রকাশ করতে একটু দেরি হবে হয়তো, তবে খুব বেশি দেরি নয়।’

এখন থেকে কোনো গানের আসর কিংবা কোনো মাজারে হামলা হলে সরকার ছাড় দেবে না। যারা ভিকটিম তাদের মামলা করার পরামর্শ দিয়েছেন মাহফুজ।

এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।