shrestonews
ঢাকাআজ: রবিবার,২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য

সুপারী পাঠাতে গিয়ে বিএসএফের গুলিতে যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ । ২৮ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তে অবৈধ ভাবে ভারতে সুপারি পাঠানোর সময় ভারতের সীমান্ত রক্ষী বিএসএফ’র গুলিতে প্রাণ হারিয়েছেন এক যুবক। সে উপজেলার ধনপুর ইউনিয়নের গামারতলা পূর্ব খাসপাড়া এলাকার জয়নাল আবেদীনের পুত্র সাইদুল ইসলাম (২৫)।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যার পর সে ভারতে অবৈধ অনুপ্রবেশ করে সুপারী পাঠানোর চেষ্টা করলে বি এসএফ তাকে গুলি করে। সাথে সাথে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির জানান, বিএসএফের গুলিতে নাকি ভারতীয় গারোদের গুলিতে নিহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায় নি। এজন্য মাছিমপুর বিওপি ও ভারতের কড়াইগড়া বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতন্তদের পর বিস্তারিত জানা যাবে।