shrestonews
ঢাকাআজ: রবিবার,২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনায় বিস্ফোরক মামলায় আটক-৩

পাবনা প্রতিনিধি 
জানুয়ারি ৭, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ । ৩৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আবু হায়াত মোহাম্মদ কামাল (জুয়েল মির্জা) সহ তিনজন কে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে নতুন বাজার শালিখা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

আটককৃত অন্য দুজন হলেন, বিলচলা ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক হোসাইন বিপ্লব, হান্ডিয়ল ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্বাস আলী।

চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, বিস্ফোরক দ্রব্য আইনের একটা মামলায় তাদের আটক করা হয়েছে। 

তাদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।