shrestonews
ঢাকাআজ: রবিবার,২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজবাড়ীতে ডিবি’র অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ একজন গ্রেফতার

স্বপন বিশ্বাস, রাজবাড়ী
জানুয়ারি ৭, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ । ৪১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে একটি দেশীয় তৈরী ওয়ান শ্যুটার গান, তিন রাউন্ড কার্তুজ ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা: রুশনী খাতুন (২৩) নামে একজন কে গ্রেফতার করা হয়েছে।

তিনি সদর উপজেলার দয়ালনগর গ্রামের মাসুদ রানার স্ত্রী। মঙ্গলবার (৭জানুয়ারী) রাজবাড়ীর পুলিশ সুপার  মোছা: শামিমা পারভীন এঁর সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই(নিঃ) আতাউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স রাত ১টা ২০মিনিটে সদর উপজেলার দয়ালনগরে মাসুদ রানার বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে।

ওই সময় বসত বাড়ী থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ স্ত্রী রুশনীকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গ্রেফতার রুশনী’র নামে ২ টি মাদক মামলা এবং পলাতক রুশনীর স্বামী  মাসুদের নামে চুরি, ডাকাতি অস্ত্র ও মাদকসহ ১১ টি মামলা চলমান রয়েছে । উক্ত অস্ত্র ও মাদক উদ্ধারের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।