shrestonews
ঢাকাআজ: রবিবার,২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বেগমগঞ্জে প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি
জানুয়ারি ৭, ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ । ৪১ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর হোসেনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে মানবন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (৬ জানুয়ারি ) দুপুরে উপজেলার ছয়ানী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ইউনিয়ন বিএনপি ও এলাকার সর্বস্ত‌রের জনগ‌নের উ‌দ্যো‌গে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মীর হোসেন বিগত দিনে পতিত আওয়ামী লীগের দোসর ছিলেন। বর্তমানেও যোগ্য বক্তিদের বাদ দিয়ে স্বৈরাচারের দোসর ও এলাকার বিত‌র্কিত ব‌্যক্তি‌দের নিয়ে স্কুলের ম্যানেজিং কমিটি করার পায়তারা করছে।

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কামাল উদ্দিন কামালকে স্কুলে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করার দাবিও জানান তারা। অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশ নেয়া ব্যক্তিরা।