shrestonews
ঢাকাআজ: রবিবার,২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চাকরিতে পুনর্বহাল হচ্ছেন ৩২১ এসআই

 নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৬, ২০২৫ ৬:০৯ অপরাহ্ণ । ৭৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাকরি থেকে অব্যাহতি পাওয়া পুলিশের ৪০তম ব্যাচের ৩২১ সাব ইন্সপেক্টরকে চাকরিতে পুনর্বহাল করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।

সোমবার (৬ জানুয়ারি) সচিবালয়ের সামনে অবস্থান করা ওই সাব ইন্সপেক্টরদের একটি প্রতিনিধি দল জানান, তাদের দাবি যৌক্তিক এবং সচিব তাদের পুনর্বহালের আশ্বাস দিয়েছেন। তবে তারা কবে পুনর্বহাল হবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তারিখ জানানো হয়নি।

এর আগে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ৪ দফায় ৩২১ জন ক্যাডেট সাব ইন্সপেক্টরকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। অক্টোবরে শুরু হওয়া শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বাদ পড়ার পর, সোমবার দ্বিতীয় দিনের মতো তারা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

অন্যদিকে, একই দিন সচিবালয়ের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের কারণে ওই সাব ইন্সপেক্টররা চাকরি থেকে বাদ পড়েছেন এবং তারা এখনও বিশৃঙ্খলা সৃষ্টি করছে।