shrestonews
ঢাকাআজ: শনিবার,১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শহীদ পরিবার ও আহতদের আজীবন পুনর্বাসন করা হবে

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৬, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ । ৫৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর করা হচ্ছে। এর অধীনে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের আজীবন সহায়তা ও পুনর্বাসন করা হবে ।

সোমবার (৬ জানুয়ারি) রেল মন্ত্রণালয়ে তিন উপদেষ্টার সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

এ সময় তথ্য উপদেষ্টা বলেন, ৮২৬ শহীদ পরিবার ও ১১ হাজার আহত এখন তালিকাভুক্ত হয়েছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এরপর আর আবেদন নেয়া হবে না বলে জানান তিনি।

তিনি বলেন, শহীদ পরিবার ও আহতদের জন্য ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা অর্থ সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে জানুয়ারি মাসে ২৩২ কোটি ৬০ লাখ টাকা দেয়া হবে। আগামী সপ্তাহ থেকে এই অর্থ সহায়তা দেয়া শুরু হবে। বাকি টাকা জুনের মধ্যে দেয়া হবে।

তিনি আরও বলেন, পূর্বের ঘোষণা অনুযায়ী শহীদ পরিবার ৩০ লাখ টাকা পাবে। এর মধ্যে ১০ লাখ টাকা থাকবে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট (এফডিআর) হিসেবে। আহতদের সর্বোচ্চ ৫ লাখ টাকা দেয়া হবে। প্রতি মাসে শহীদ পরিবার ও আহতরা মাসিক ভাতা পাবে।