shrestonews
ঢাকাআজ: শনিবার,১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৫ ৫:৪২ অপরাহ্ণ । ১৩৭ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের মাধবপুরে আসমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ জানুয়ারি) সকাল ৭ ঘটিকায় মাধবপুর পৌরসভার গুমুটিয়া এলাকায় তার স্বামীর বাড়ির একটি বসত ঘরের দরজা ভেঙ্গে গলায় ফাঁস লাগা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। আসমা আক্তার গুমুটিয়া এলাকার সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলম এর স্ত্রী ও হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের চন্দনা এলাকার আব্দুল হাই এর কন্যা। সাড়ে তিন বছর আগে প্রবাসী জাহাঙ্গীর আলম এর সাথে আসমার বিয়ে হয় এবং আরিসা আক্তার নামে তাদের সাত মাস বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। 

খবর পেয়ে মাধবপুর থানার এসআই মিজানুর রহমান গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। নিহতের বোন রাবেয়া আক্তার রত্না জানান, আমার বোনকে তার শ্বাশুড়ি নূরজাহান বেগম, ননাস তাসলিমা আক্তার ও দেবর মোশারফ হোসেন প্রায়ই মারধর করতেন। ঘটনার পর থেকে মোশারফ পলাতক আছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।