shrestonews
ঢাকাআজ: শনিবার,১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

গোবিন্দগঞ্জের আদিবাসী পল্লিতে হামলার প্রতিবাদে মানববন্ধন

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
জানুয়ারি ৬, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ । ২৩৩ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজা বিরাট গ্রামের আদিবাসী পল্লিতে হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (০৬ জানুয়ারী)সকালে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম, রাজশাহী।

মানববন্ধনে বক্তারা বরলন, গত শুক্রবার (৩ জানুয়ারি) রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের নেতৃত্বে রাজা বিরাট আদিবাসী পল্লিতে হামলা হয়। এ সময় অনেকেই নির্যাতনের শিকার হন। এরমধ্যে ফিলোমিনা হাঁসদা নামের এক আদিবাসী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন ওই আদিবাসী পল্লির সবাই নিরাপদ অবস্থায় রয়েছেন।

বক্তারা বলেন, আগে রাজা বিরাট গ্রামে অনেক সাঁওতাল পরিবার ছিল। স্বাধীনতার পর থেকে সাঁওতালদের প্রায় ২৫০ বিঘা নানাভাবে দখলে নিয়েছে প্রভাবশালী ভূমিদস্যুরা। সেই কারণে সেখান থেকে অনেক সাঁওতাল পরিবার নিয়ে অন্য জায়গায় চলে গেছে। এই সুযোগে চেয়ারম্যান রফিকুল ইসলাম জমি দখলের পাঁয়তারা করছেন। চেয়ারম্যান ও তার লোকজন পরিকল্পিতভাবে ব্রিটিশ সরেনের মাকে মারধর করেছে এবং তাদের বাড়িতে আগুন দিয়েছে।

মানববন্ধন থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ছোটন সরদার। বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, আদিবাসী নেতা গণেষ মার্ডি, বিমল চন্দ্র রাজোয়াড়, আন্ডিয়াস বিশ্বাস, শান্তা বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, ওই আদিবাসী পল্লিতে হামলার ঘটনায় শনিবার চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার ভাইসহ ছয় জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী নারীর ছেলে জুলিয়াস সরেন। রফিকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। হামলার ঘটনার পর দিন তাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।