বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদী থেকে জব্দ করা এক হাজার মিটার অবৈধ কারেন্ট জাল তুলে পুড়িয়ে দিয়েছে নৌ-পুলিশ। রবিবার (৫জানুয়ারি) সকাল ১১টায় রায়েন্দা ফেরিঘাট এলাকায় এ জাল পোড়ানো হয়।
এসময় ধানসাগর নৌ পুলিশের (এসআই) গোলাম মোক্তার হোসেন বলেন,বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে খোন্তাকাটা এলাকা থেকে এক হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। একই সময় জালগুলো রায়েন্দা ফেরিঘাট এলাকায় এনে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে,এর সাথে জড়িত সবাই পালিয়ে গেছেন বলেও জানান এই পুলিশ অফিসার।