shrestonews
ঢাকাআজ: শুক্রবার,১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবিতে ৬ দিনের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৪, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ । ৫৯ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে আগামী ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে যৌথভাবে জনসংযোগ চালাবেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (৪ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাসনাত আবদুল্লাহ।

এসময় বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজেই বলেছেন তারা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবেন, তাই আমরা গত ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্র প্রকাশ থেকে বিরত থেকেছি। কিন্তু আমরা লক্ষ্য করছি, এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারের কোনো কার্যক্রম আমাদের নজরে আসেনি। তাই আমরা দাবি করছি আগামী ১৫ জানুয়ারির মধ্য সরকার জুলাই অভ্যুত্থানে ঘোষণাপত্র প্রকাশ করবেন।