shrestonews
ঢাকাআজ: শনিবার,১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জয়পুরহাটের উপজেলা  আ.লীগ নেতা নাদিমকে কারাগারে প্রেরণ 

জয়পুরহাট প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ । ৩৫ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম ঢাকায় গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে র‍্যাবের একটি দল ঢাকার উত্তরার দক্ষিণখান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 

আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম উপজেলার বানাইচ গ্রামের মৃত মুক্তিযোদ্ধা নুরুজ্জামান তোতার ছেলে। আনোয়ারুজ্জামান তালুকদার আলমপুর পরিষদের (ইউপি) চেয়ারম্যান। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জয়পুরহাটে হত্যাসহ ১৪টি মামলা হয়েছে। আনোয়ারুজ্জামান তালুকদারের অন্তত ছয়টি মামলা থাকার কথা জানিয়েছে ডিবি পুলিশ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আনোয়ারুজ্জামান তালুকদার আত্মগোপনে ছিলেন।

জেলা গোয়েন্দা শাখার উপ-পরির্দশক (এসআই) জাহাঙ্গীর আলম  বলেন, আনোয়ারুজ্জামান তালুকদারের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। র‍্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে তাকে উত্তরার দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। ৪ জানুয়ারী শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।