shrestonews
ঢাকাআজ: শনিবার,১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ/১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সাঁথিয়ায় স্বামীর ছুরিকাঘাতে বৈশাখী খুন

মাসুদ রানা, পাবনা
জানুয়ারি ৩, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ । ৪৫ জন
Link Copied!
একাত্তর পোস্ট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার সাঁথিয়ায় পূর্ব বনগ্রামে সাবেক স্বামী বাপ্পি ছুরিকাঘাত করে ডিভোর্সী স্ত্রী বৈশাখীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ( ৩ জানুয়ারি) বিকেলে উপজেলার পুস্পপাড়া পূর্ববনগ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত বৈশাখী (২৬) ওই গ্রামের আকরাম সরদারের মেয়ে। হত্যাকারী স্বামী বাপ্পি পাবনা সদর থানাধীন মন্দিরপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

আতাইকুলা থানাপুলিশ সুত্রে জানা গেছে, পাবনার আতাইকুলা থানাধীন র্র্বূবন্গ্রামে মাস খানেক আগে ডিভোর্স হওয়া নিহত বৈশাখী বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। শুক্রবার বিকেলে সাবেক স্বামী বাপ্পি বাচ্চাকে নিতে ওই বাড়িতে আসে। এ সময় স্ট্যাম্প নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে স্বামী বৈশাখীকে বুকে ও পিঠে চাকু দিয়ে স্টেপ করে। এতে বৈশাখীর প্রচন্ড রক্তক্ষরণ হয়। পরে স্বজনেরা তাকে দ্রুত হাসপাতোলে নেয়ার পথে মারা যায়।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।